রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:২২ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঝিনাইদহে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় স্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) ভোর ৬টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত যুবকের নাম আবুবকর কল্লোল (৩০)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার জীবনে গ্রামের মীর আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ভোর ৬টার দিকে আলমসাধুচালক কল্লোল মাছ নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকবাংলা বাজার পার হলে একটি দ্রুতগামী পিকআপভ্যান স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় আলমসাধু চালক কল্লোল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি পিকআপ ভ্যান আলমসাধুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর