রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

accident
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জন নিহত। ছবি: সংগৃহীত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী এক মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মালমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা সবাই পর্যটক। তাদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম। তবে তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

 


বিজ্ঞাপন


পুলিশ জানায়, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে আসা মাইক্রোবাসটি ফাঁসিয়াখালী সেনা ক্যাম্প অতিক্রম করে ঝুঁকিপূর্ণ বাঁকে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি হয়। সংঘর্ষে দুই গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, এ দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনার শিকার গাড়ি দুটি সড়ক থেকে সরানো পর সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/টিবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর