রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১১:২৮ এএম

শেয়ার করুন:

অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) সকালে শহরের সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে পরিত্যক্ত রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের নাম মোফাজ্জল হোসেন মোফা (৫২)। তিনি শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সুলতানগঞ্জ হাইস্কুলের পেছনে রেশমবোর্ডের তুঁতবাগান সংলগ্ন পরিত্যক্ত রাস্তায় এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকে দেখা যায়। পরে সংবাদ দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

শাজাহানপুর থানার ওসি বলেন, লাশ উদ্ধারের খবর জানাজানি হলে মোফাজ্জল হোসেনের পরিবারের সদস্য ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।


বিজ্ঞাপন


নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে জানান, মোফাজ্জল পেশায় অটোরিকশা চালক। প্রতিদিনের মত মঙ্গলবার বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাতে আর বাড়ি ফিরেননি।

পুলিশের ধারণা, পূর্বের কোনো বিরোধ অথবা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। তবে মোফাজ্জলের অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর