রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ঢাকা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শাহ আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 মঙ্গলবার (৪ নভেম্বর) ফেনীর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ছাড়িয়েছে ৫ হাজার

এর আগে সোমবার (৩ নভেম্বর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শাহ আলম ফেনীর ছাগলনাইয়া পশ্চিম সাহেব নগর মৌলভি বাড়ির মো. বাহার মিয়ার ছেলে। তিনি কুমিল্লার স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার কমপিউটার অপারেটর ছিলেন।

আরও পড়ুন: শৈলকুপায় বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছু দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।

মৃত্যুকালে শাহ আলম দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সন্তান সম্ভবা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর