জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভক্তরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেস ক্লাবের সামনে ‘সালমান শাহ ভক্তদের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১
মানববন্ধনে বক্তব্য রাখেন- চলচ্চিত্র প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, জহিরুল ইসলাম রকিব, রাজীব আহমেদ, হারুন অর রশিদ, হাসেম সরকার, মো. সুমন প্রমুখ।
এ সময় বক্তারা হাইকোর্ট, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানান - সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন কোনোভাবেই আগাম জামিন না পায় এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পায়।
বিজ্ঞাপন
একইসঙ্গে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক পরও সেই মৃত্যুর বিচার হয়নি। সম্প্রতি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

