শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

জুয়েলারি দোকানে মিলল স্বর্ণ কারিগরের মরদেহ

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৮ এএম

শেয়ার করুন:

জুয়েলারি দোকানে মিলল স্বর্ণ কারিগরের মরদেহ

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে এক জুয়েলারি দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক নামের এক স্বর্ণ কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) তাজপুর ইউনিয়নের মঙ্গলন্ডী রোডে অবস্থিত ‘শ্রী গোবিন্দ জুয়েলার্স’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনাইম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মারকুলি বাজার এলাকার মৃত কানু বণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দোকানের মালিক সন্তোষ সন্যাসী দোকানে এসে কর্মচারী উজ্জ্বল বণিককে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে আশপাশের লোকজন নিয়ে বিকল্প চাবি দিয়ে তালা খুললে দোকানের ভেতরের শয়নকক্ষে বিছানার উপর উজ্জ্বল বণিকের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

ওসমানীনগর থানার ওসি মো. মোনাইম মিয়া বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দোকান ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামতও নেই। পুলিশের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হবে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছে পুলিশ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর