হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইমরান হোসাইন।
৩২ বছর বয়সী ইমরান উপজেলার কালেঙ্গা এলাকার একটি মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানা-পুলিশ। এর আগে সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা থানায় লিখিত অভিযোগ করেন।
জানা যায়, গত ২ নভেম্বর রাতে মাদরাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে নেন ইমরান হোসাইন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করেন। পরদিন শিশুটি মাদরাসায় যেতে না চাইলে পরিবারের জিজ্ঞাসাবাদে ঘটনাটি প্রকাশ পায়। এরপর স্থানীয়ভাবে আলোচনা শেষে থানায় অভিযোগ দেওয়া হয়।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার স্বামী প্রবাসে থাকেন। সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকি। ছেলেকে পড়ার জন্য ওই মাদরাসায় ভর্তি করেছিলাম। কিন্তু হুজুর আমার ছেলেকে অফিসে ডেকে নিয়ে জোর করে খারাপ কাজ করেছেন।’
চুনারুঘাট থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিজ্ঞাপন
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষক আগেও কয়েকজন শিক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে এমন কাজে জড়িয়েছিলেন। তবে বিষয়গুলো ধামাচাপা পড়ে যায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইমরান হোসাইন বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’
ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদরাসাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
প্রতিনিধি/এমআর

