নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের জালে ধরা পড়েছেন মোহাম্মদ ইসমাইল (৩২) নামের এক ব্যক্তি।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সুধারাম মডেল থানা পুলিশ তাকে আটক করে।
বিজ্ঞাপন
আটক মোহাম্মদ ইসমাইল (৩২) একলাশপুর ইউনিয়নের রহিম উদ্দিন হাজী বাড়ির সিরাজ মিয়ার ছেলে।
ভুক্তভোগী ঈসমাইল হোসেন সুজন জানান, দীর্ঘদিন ধরে তাদের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। আগামী মাসে সেই মামলার রায় ঘোষণা হওয়ার কথা। আদালতের এই গুরুত্বপূর্ণ শুনানিতে বাদী যেন উপস্থিত হতে না পারে, সেই উদ্দেশে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন অভিযুক্ত ইসমাইল।
বিজ্ঞাপন
ঘটনার দিন ইসমাইল হোসেন সুজন তার ছেলেকে তার মুদি দোকানে বসিয়ে বিআরটিএ অফিসে যান সেখান থেকে ফিরে এসে দোকান খোলার সময় পুলিশ তল্লাশি চালিয়ে তার দোকান থেকে একটি অস্ত্র উদ্ধার করেন।
এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় প্রকৃত অস্ত্রধারীকে শনাক্ত করতে সক্ষম হন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করে।
ভুক্তভোগী ঈসমাইল হোসেন সুজন একই ইউনিয়নের বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় মুদি ব্যবসায়ী।
এই ঘটনা সুধারাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় যে, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ভুক্তভোগীকে মিথ্যা অস্ত্র মামলায় জড়ানোর চেষ্টা করেন আটক আসামি মোহাম্মদ ইসমাইল। পরে বিভিন্ন তথ্য যাচাই বাছাই শেষে ভুক্তভোগী ইসমাইল হোসেন সুজনের বিরুদ্ধে কোনো তথ্য না পাওয়ায় পরে প্রকৃত অস্ত্রধারীকে শনাক্ত করে আইনের তাকে আওতায় আনা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস

