রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একটি পোল্ট্রিফার্ম ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাইছনাজুরি এলাকায় এ ঘটনা ঘটেছে। হামলায় আহত মো. আব্দুল আহাদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


এ ঘটনায় সোমবার (৪ নভেম্বর) দুপুরে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন শেখপাড়া গ্রামের মো. ছিদ্দিক আলী (৬৬)। অভিযোগে উল্লেখ করা হয়, জমি দখলকে কেন্দ্র করে বাসুদেবপুর এলাকায় অবস্থিত তাদের খরিদা বাগানজাত ভূমিতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন

মিরসরাইয়ে গোয়াল ঘরের ৭টি গরুর ৪টি উধাও

হামলাকারীরা পোল্ট্রি ফার্মে ঢুকে ঘর, পাকা বাউন্ডারি ও আশপাশের ঘরবাড়ি ভাঙচুর করে। এতে বাধা দিতে গেলে ফার্মের ভাড়াটিয়া আব্দুল আহাদকে এলোপাতাড়ি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ছিদ্দিক আলী দাবি করেন, হামলাকারীরা তার ফার্মে ভাঙচুর চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি করেছে। এতে পোল্ট্রির সরঞ্জাম, ঘরের টিন, দরজা-জানালা ও ফলজ গাছসহ বহু সম্পদ নষ্ট হয়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করা হলে থানার উপ-পরিদর্শক জিকরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।


বিজ্ঞাপন


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর