রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে গোয়াল ঘরের ৭টি গরুর ৪টি উধাও

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে গোয়াল ঘরের ৭টি গরুর ৪টি উধাও

মিরসরাইয়ে গোয়াল ঘরে থাকা ৭টি গরুর ৪টি চুরি হয়ে গেছে। ৪টি গরুর মধ্যে ২টি গাভি ও ২টি বাছুর ছিল।

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হাজিশ্বরাই গ্রামের নুরুল হুদা প্রকাশ হুদা মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে। একই দিন কাটাছরা ইউনিয়নের আব্দুল আজিজ মোল্লা বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এসময় তিন ভরি স্বর্ণালংকার ও জমির মূল্যবান কাগজপত্র চুরি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের।


বিজ্ঞাপন


আরও পড়ুন

প্রবাসীর স্ত্রীকে বেঁধে ১১ লাখ টাকার মালামাল লুট, আতঙ্কে ভুক্তভোগীরা

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, গরুর চুরির বিষয়টি জানতে পেরে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে গরুগুলো উদ্ধার ও চোর ধরতে কাজ করছি।

তিনি আরও বলেন, কাটাছরা ইউনিয়নের একটি বাড়িতে চুরি করার চেষ্টা করা হয়। তবে কোনো মূল্যবান জিনিসপত্র নিতে পারেনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর