ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ও বাকশালীদের কবর রচনা হয়েছে, ভারতের মন্ত্রে, এ দেশ চালানো স্বৈরাচারদের এদেশে আর ঠাঁই হবে না৷ জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে৷
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা তিনটায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইসলামি ছাত্রশিবির ববি শাখা কর্তৃক আয়োজিত 'এক শিক্ষার্থী এক কুরআন প্রকল্প ২০২৫'এর আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন৷
বিজ্ঞাপন
![]()
এসময় তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটি দল চাঁদাবাজি, টেন্ডারবাজি করে বেড়াচ্ছে৷ জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।

ইসলামী ছাত্রশিবির প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবির মেধাবীদের সংগঠন৷ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের চরিত্র গঠন করতে শেখায় সংগঠনটি৷ গত ষোল বছর হাসিনা আমাদের ট্যাগিং ও ফ্রেমিং করে শিক্ষার্থীদের থেকে দূরে রাখেছে এমনকি হত্যার বৈধতা দেওয়া হয়েছিল৷
বিজ্ঞাপন
![]()
ছাত্রশিবির ববি শাখার সভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীনসহ প্রমুখ৷ অনুষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়৷
প্রতিনিধি/এসএস

