রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উঁচুতে উড়ল লাল-সবুজের পতাকা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

বাংলাবান্ধায় দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উঁচুতে উড়ল লাল-সবুজের পতাকা

বাংলাদেশের গর্বের প্রতীক লাল-সবুজের পতাকা আজ দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়লো পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্টে ১১৭ ফুট উচ্চতার বিশাল পতাকাস্ট্যান্ড উদ্বোধনের মাধ্যমে ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করে উত্তরবঙ্গের এই সীমান্ত উপজেলা।


বিজ্ঞাপন


উদ্বোধনের পর ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের বিশাল জাতীয় পতাকা উত্তোলনের সময় বাজানো হয় জাতীয় সংগীত। এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

thumbnail_Screenshot_20251104_202620_Facebook

এর আগে, বাংলাবান্ধা স্থলবন্দর থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা পতাকা বহন করে নিয়ে আসে জিরো পয়েন্টে। ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দেশের সর্বোচ্চ এই পতাকাস্ট্যান্ডের। পরে পতাকা উত্তোলনের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার শপথ নেন এবং ঘোষণা দেন - বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি কোনো প্রকার আধিপত্যবাদ সহ্য করা হবে না।


বিজ্ঞাপন


স্থানীয় স্কুল শিক্ষক ফজলে করিম বলেন, আমার দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়ছে, এর চেয়ে গর্বের কিছু হতে পারে না। আমরা আজ ইতিহাসের সাক্ষী।

thumbnail_20251104_151649

আরও পড়ুন

নীলফামারীতে হচ্ছে চীনের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের দিকে আধিপত্যবাদের চোখে কেউ তাকানোর চেষ্টা করলে, চব্বিশের মতো আমরা রক্ত দিয়ে হলেও সেই শকুনদের মোকাবিলা করব।

পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, আমরা এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী জানান, স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই পতাকাস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। এটি শুধু পঞ্চগড় নয়, পুরো বাংলাদেশের জন্য গৌরবের প্রতীক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর