ঝিনাইদহে প্রয়াত বিএনপি নেতা তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস-সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন
আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণবঙ্গের বিএনপির কাণ্ডারিখ্যাত নেতা ছিলেন সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম। তিনি বিএনপির দুঃসময়ে জেল-জুলুম-হুলিয়া মাথায় নিয়ে বিএনপিকে সংগঠিত করেছিলেন। মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম এরশাদ বিরোধী আন্দোলনকে খুলনা বিভাগ তথা দেশে বেগবান করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভ্যানগার্ড খ্যাত নেতা ছিলেন তরিকুল ইসলাম।
বিজ্ঞাপন
পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি/এসএস

