রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নীলফামারীতে হচ্ছে চীনের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

শেয়ার করুন:

নীলফামারীতে হচ্ছে চীনের উপহারের ১ হাজার শয্যার হাসপাতাল

অবশেষে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে চীনের উপহারের এক হাজার শয্যার আধুনিক বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল ‘Bangladesh-China Friendship General Hospital’। 

সোমবার (৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


গত ৩০ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত এ নোটিশটি অতীব জরুরি হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

চীন সরকারের উপহারের এ হাসপাতাল স্থাপন নিয়ে টানা পোড়ান থাকলেও মন্ত্রণালয়ের এমন নোটিশে খুশি নীলফামারীর মানুষ।

এদিকে, গত ২২ এপ্রিল হাসপাতাল স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন অর রশিদ নীলফামারী পরিদর্শন করেছেন। তিনি প্রস্তাবিত স্থানের অবকাঠামোগত সম্ভাবনা, যাতায়াত ব্যবস্থা এবং ভূমি পরিস্থিতি পর্যালোচনা করেন।

চীন সরকারের অনুদানে নির্মিত এই হাসপাতাল চালু হলে নীলফামারীসহ উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। আধুনিক সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্থানীয়রা রাজধানীতে না গিয়েই উন্নত চিকিৎসা নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সুন্দরবনে রাস উৎসবে পুণ্যার্থী নিখোঁজ, সমুদ্র থেকে জীবিত উদ্ধার

নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন, চীন সরকারের হাসপাতাল স্থাপন নিয়ে সরকারের সিলেকশন যথাযথ। টেক্সটাইল মাঠ সবদিক থেকে এগিয়ে অন্যান্য জায়গাগুলোর চেয়ে। সব সুযোগ সুবিধা পাবে হাসপাতালটি স্থাপনের ক্ষেত্রে। ব্যবসায়ীকভাবে আরো সমৃদ্ধ হলো আমাদের জেলা।

গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান বলেন, চিঠিটি আমরা পেয়েছি। এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল স্থাপন বিষয়ে আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি। গণপূর্ত বিভাগ ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারি জায়গা রয়েছে। চীন সরকারের এক হাজার হাসপাতাল স্থাপনে ২৫ একর জায়গা প্রয়োজন। ২৫ একর জায়গা হাসপাতালের জন্য দিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর