রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ ইয়াবাসহ গ্রেফতার দুই

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পিএম

শেয়ার করুন:

আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ ইয়াবাসহ দুইজন গ্রেফতার
গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার দুই ব্যক্তি।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও ৩ হাজার ২০০ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মো. জালাল (২৬) জেলার কসবা উপজেলার মাইজখার গ্রামের আব্দুর রউফের ছেলে ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার খোলাছড়া ইউপির লোহার মোল গ্রামের লিয়াকত আলীর ছেলে মো. আমির হোসেন (৩৮)।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকিট কালোবাজারি গ্রেফতার

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. খাইরুল আলম জানান, ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে আমির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে ৩ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ রওশন আরা জলিল গার্লস স্কুল অ্যান্ড কলেজে সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর থেকে পিকআপভ্যানসহ মো. জালালকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর