রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকিট কালোবাজারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকিট কালোবাজারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তিন টিকিট কালোবাজারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার শুক্কুর মিয়া (৩০) জেলা শহরের কাজীপাড়া এলাকার আকবর মিয়ার ছেলে, সরকারপাড়া এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. কালু মিয়া (৪০) ও জেলার সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামের দানু মিয়ার ছেলে আব্দুল হাকিম (৪৫)।

বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তল্লাশি করে বিভিন্ন রুটের বেশ কিছু ট্রেনের টিকিট ও টিকিট বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। তারা চিহিৃত টিকিট কালোবাজারি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর