মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

তিন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল ইবি ছাত্রদল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

তিন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিল ইবি ছাত্রদল

কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় অসচ্ছল তিন শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সম্প্রতি সময়ে এই তিন শিক্ষার্থীকে ফরম ফিলাপের খরচ, এক মাসের সম্পূর্ণ খরচ ও সেমিস্টার ফি- দিয়ে পাশে দাঁড়ান সংগঠনটির আহবায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফিসহ নানা ভাবে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এরই অংশ হিসেবে সম্প্রতি সময়ে ছাত্রদলের পক্ষ থেকে তিন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো হয়েছে। 


বিজ্ঞাপন


ফলিত রসায়ন ও কেমিকৌশল শিক্ষার্থী আরিফ (ছদ্মনাম) ছাত্রদলের এই কাজে অনুভূতি প্রকাশ করে বলেন, আমার বাসা জয়পুরহাট। আমার বাবা মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর প্রাইভেট পড়ানোর মাধ্যমেই আমার লেখাপড়া ও আমার মাকে দেখছি আলহামদুলিল্লাহ। ইবিতে আসার পর, নতুন একটা শহরে আসার পর আমার কোনো প্রাইভেট ছিল না যার কারণে আমি কীভাবে চলবো, আমার লেখাপড়া কীভাবে চালাবো সেটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তারপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই নুর উদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হয় ভাইকে আমার ব্যাপারে সবকিছু বলি। ভাইয়ের মাধ্যমে ছাত্রদলের আহ্বায়ক সাহেদ ভাই ও সদস্য সচিব মিথুন ভাই আমাকে সাহায্য করেন। ভাইরা বলেন যে আমি তোমার ভাই তোমাকে এক মাসের মধ্যে টিউশনের ব্যবস্থা করে দেবো, পাশাপাশি এই এক মাস চলার জন্য ভাইরা আমাকে সাহায্য করেন। আমি ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ। ভাইয়েরা না থাকলে আমার জীবন হয়ত আরো কঠিন হয়ে যেত আল্লাহর কাছে শুকরিয়া ভাইদের সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছেন। আমাকে আরো বলছেন, তোমার পাশে সব সময় আছি। আমি চাইবো আমার মতো যাদের আর্থিক সমস্যা বা যে-কোনো সমস্যা সমাধানে বড় ভাইয়েরা তাদের পাশে থাকুক। 

অনুভূতি প্রকাশ করে আয়েশা (ছদ্মনাম) বলেন, আমার বাবা একজন সামান্য বেতনের চাকুরিজীবী। তার পক্ষে মাসিক খরচের পাশাপাশি ফরম ফিলাপসহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে খরচ বহন করা কঠিন হয়ে পড়ে। কঠিন এই মুহূর্তে ফরম ফিলাপের জন্য আর্থিক সহায়তা দিয়েছে ইবি ছাত্রদল। এর আগে বিভিন্ন সময়ে পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। ছাত্রদলের এ মানবিক উদ্যোগ আমার মতো অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বড় সহায়তা। আমি আশা করি, তাদের এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আমি লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মিরাজ (ছদ্মনাম) বলেন, পারিবারিক অসচ্ছলতার কারণে আমি আমার সেমিস্টার ফি দিতে পারছিলাম না। এমতাবস্থায় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব সাহেদ ভাই ও মিথুন ভাইয়ের সাথে এ বিষয়ে কথা বললে সাহেদ ভাই আমার সেমিস্টার ফি এর ব্যবস্থা করে দেয়। এজন্য ইবি শাখা ছাত্রদলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আশা করছি ইবি ছাত্রদল ভবিষ্যতেও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে।

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইবি ছাত্রদল। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়েই শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে থাকি। এরই অংশ হিসেবে আমরা কয়েকজন শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে আছি এবং ভবিষ্যতেও যতটুকু সম্ভব সহায়তা করে যাব।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর