সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন 

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০২:০০ পিএম

শেয়ার করুন:

রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন 
রাঙামাটিতে বিএনপির প্রার্থী দীপেন 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘোষিত প্রার্থীর তালিকা অনুযায়ী, ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি আসনে দলটির প্রার্থী হতে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


আরও পড়ুন: এনসিপির আখতারের আসনে বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা

বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করা দীপেন দেওয়ান সাবেক যুগ্ম জেলা জজ। তিনি ২০০৬ সালে চাকরি ছেড়ে বিএনপির রাজনীতিতে এলেও চাকরিবিধির কারণে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে পারেননি। তবে মনোনয়ন পান তার স্ত্রী মৈত্রী চাকমা। সেবার মৈত্রী চাকমা ভোটে হেরে যান আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদারের কাছে।

বর্তমানে রাঙামাটি জেলা বিএনপিতে তিনটি রাজনৈতিক বলয় থাকলেও একটির নেতৃত্ব দিচ্ছেন দীপেন দেওয়ান। তার নেতৃত্বাধীন অংশে রয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভূট্টো ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যরা।

আরও পড়ুন: কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ওএস‌ডি


বিজ্ঞাপন


দলের প্রার্থী ঘোষণার ব্যাপারে জানতে চাইলে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনেতা তারেক রহমানের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। আমাকে রাঙামাটি আসনে দলের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের সব নেতাকর্মীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর