বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে জহুরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০৩ নভেম্বর) রাতে বগুড়া সদর উপজেলার হাজরাদীঘি গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এরপর মঙ্গলবার সকালে পুলিশ গ্রামের একটি ধানখেত থেকে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: চলন্ত অ্যাম্বুলেন্স ঢুকে পড়লো দোকানে, নিহত ১
নিহত জহুরুল ইসলাম (৪৫) ওই এলাকায় দীর্ঘ দিন শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহে ডাম্পট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
প্রাথমিকভাবে জানা যায়, সোমবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে কে বা কারা ফোন করে জহুরুলকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরের দিন ভোরে স্থানীয়রা ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

