রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পটুয়াখালীর ৪ আসনের ২টিতেই প্রার্থী ঘোষণা করেনি বিএনপি

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ এএম

শেয়ার করুন:

bnp
পটুয়াখালীর ৪ আসনের ২টিতেই প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।

পটুয়াখালী জেলার মোট চারটি সংসদীয় আসনের মধ্যে দুটিতেই এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি প্রধান বিরোধী দল বিএনপি। দলটির পক্ষ থেকে কৌশলগত কারণে আসন দুটি আপাতত শূন্য রাখা হয়েছে বলে জল্পনা চলছে।

দলীয় সূত্র এবং স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, বিএনপি পটুয়াখালীর দুটি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, তবে অন্য দুটির জন্য অপেক্ষা করছে।


বিজ্ঞাপন


পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ, দুমকি): সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী): সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এদিকে, পটুয়াখালী-২ (বাউফল) এবং পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) ফাঁকা রাখা হয়েছে।

আসন ফাঁকা রাখার বিষয়ে স্থানীয় নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র জল্পনা চলছে। নেটিজেনরা ধারণা করছেন যে, দলীয় কৌশল হিসেবে এখানে বহিরাগত বা জোটের জন্য শক্তিশালী প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে।


বিজ্ঞাপন


পটুয়াখালী-২ (বাউফল): এ আসনে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহীনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা): এই আসনে সাবেক ছাত্রনেতা ও ভিপি নুরুল হক নুরকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে জোর জল্পনা রয়েছে। এই সম্ভাবনাকে কেন্দ্র করেই আসনটি আপাতত শূন্য রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।

পটুয়াখালী-৩ আসনের এক পদপ্রার্থী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘প্রিয় গলাচিপা-দশমিনা বাসী, আপনারা ধৈর্যধারণ ও আশঙ্কামুক্ত থাকুন। যেকোনো পরিস্থিতিতে পটুয়াখালী-৩ এ বিএনপির দলীয় প্রার্থী নির্বাচন করবে, ইনশাআল্লাহ।’

অপর এক পদপ্রার্থী, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে এই দুটি আসনে কবে নাগাদ প্রার্থী ঘোষণা করা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর