রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪১ এএম

শেয়ার করুন:

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। 

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


জানা গেছে, শাবিপ্রবিতে এখনও ভর্তি কমিটি গঠন করা হয়নি। কমিটি গঠন করা হলে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সময়ে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

সেশনজট নিরসন ও ভর্তি ইচ্ছুকদের ভোগান্তি কমাতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এককভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করেছিল শাবিপ্রবি।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর