সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিলেটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

সিলেটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ট্রাকচাপায় অন্তত নিহত হয়েছেন। রোববার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকণাগুল সিলেট গ্যাস ফিল্ডের ৩ নম্বর গেইটের সামনে এ  দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেওয়ার পথে এক জন মারা যান। অপরজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


বিজ্ঞাপন


জানা যায়, ঘটনাস্থলে আজিম (১৯) নামের একজন মারা যান। তিনি মহানগরের শাহপরান থানার পীরেরবাজারের হাতুড়া গ্রামের ফিরোজ মহরির ছেলে। আহত অবস্থায় উদ্ধার হওয়া ফাহিম আহমদ অমিকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত জসিম আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পুরান বাড়ির বাসিন্দা। তারা প্রত্যেকেই মোটরসাইকেল আরোহী ছিলেন।

বিষয়টি  নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র রায়।

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর