গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ছাদেক হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা পৌর শহরের ডাচবাংলা ব্যাংকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া ছাদেক হোসেন কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মধ্যম নিদানিয়া এলাকার জাফর আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান করা হয়। এসময় রংপুর থেকে রাজশাহীগামী আতাউল্লাহ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ মাদকে জড়িত ছাদেক হোসেনকেও গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে

