শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দীঘিনালায় বালুমহালে অভিযানে অর্থদণ্ড

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

দীঘিনালায় বালুমহালে অভিযানে অর্থদণ্ড
বালুমহালে অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

খাগড়াছড়ির দীঘিনালায় অনুমোদনহীন বালুমহালে অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর শ্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।


বিজ্ঞাপন


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, অভিযানে স্থানীয় মো. আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমা ওরফে দর্শনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই ব্যবসায়ীর জরিমানা

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর