খাগড়াছড়ির দীঘিনালায় অনুমোদনহীন বালুমহালে অভিযান চালিয়ে দুইজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মিলনপুর শ্মশান ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান জানান, অভিযানে স্থানীয় মো. আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমা ওরফে দর্শনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোট ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান বলেন, অনুমোদনহীন ভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

