ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পূর্ণবহালসহ ২১ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন।
শনিবার (১ নভেম্বর) সকালে ঝুম বৃষ্টির মধ্যেও শহরের ডিসির মোড় এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। তিনি বলেন, ‘জেলা পর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত সব বিষয়ের ওপর কাজ করেন, অথচ চ্যানেল কর্তৃপক্ষ তাদের যথাযথ মূল্যায়ন করেন না। ঢাকায় একজন সাংবাদিক নির্দিষ্ট বিষয়ে কাজ করলেও, জেলা সাংবাদিকদের রাজনীতি, সমাজ, খেলাধুলা, উন্নয়নসহ সব বিষয়ে দক্ষ হতে হয়। তাই আমাদের ‘মফস্বল সাংবাদিক’ বলে অবহেলা করা বন্ধ করতে হবে।’
আরটিভির জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান বলেন, ‘সাগর-রুনি হত্যার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার হয়নি, যা সাংবাদিক সমাজের প্রতি অবমাননা। আমরা দ্রুত বিচার দাবি করছি। পাশাপাশি ‘মফস্বল সাংবাদিক’ শব্দটি বাতিল করে সকলকে ‘স্টাফ রিপোর্টার’ মর্যাদায় অন্তর্ভুক্ত করতে হবে।’
প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবিএম মঞ্জুরুল আলম সিয়াম বলেন, ‘দেশ ও মানুষের কল্যাণে সাংবাদিকরা নিরলস পরিশ্রম করেন। অথচ অনেকেই ন্যূনতম বেতনও পান না। তাই অবিলম্বে সাংবাদিকদের জন্য ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন কাঠামো নির্ধারণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং সাংবাদিক নির্যাতন ও হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’
নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন জেলার সকল সংবাদকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাগর-রুনি হত্যাসহ সাংবাদিক নির্যাতনের বিচার ও ২১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম আলম, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববি, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, ৭১ টেলিভিশনের প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, স্টার নিউজের পারভেজ রুবেল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জুয়েল সহ জেলার বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা। বক্তারা দাবি করেন, সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রতিনিধি/একেবি

