মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

ইবিতে জুলাই-আগস্ট বিরোধী ৬৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

ইবিতে জুলাই-আগস্ট বিরোধী ৬৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ

জুলাই অভ্যুত্থানবিরোধী তালিকায় থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩০ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জড়িত ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীর বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বিজ্ঞাপন


সিন্ডিকেট সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট বিপ্লবের বিরোধিতায় ভূমিকা রাখার অভিযোগে ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শাস্তি নির্ধারণ কমিটি গঠন করবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

এছাড়া একই অপরাধে জড়িত থাকায় ৩৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন, তাদের সনদ বাতিল করা হবে, আর অধ্যয়নরত শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে।

আরও পড়ুন

পদত্যাগের পোস্ট দিয়ে মুছে ফেললেন জবি ছাত্রশক্তির নেতা

এর আগে, জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকা রাখা ব্যক্তিদের শনাক্তে গত ১৫ মার্চ আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীদের লিখিত ও মৌখিক অভিযোগ, ভিডিও চিত্র এবং সংবাদ প্রতিবেদন বিশ্লেষণ করে কমিটি এসব শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পায়। প্রতিবেদন জমা দেওয়ার পর অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সর্বশেষ সিন্ডিকেট সভায় কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্তে চূড়ান্ত হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর