রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাকৃবিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময়: ‘বাকসু ডায়ালগ’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময়: ‘বাকসু ডায়ালগ’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবি ও শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে আয়োজিত হলো মতবিনিময় অনুষ্ঠান ‘বাকসু ডায়ালগ’। 

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশ নিয়ে বাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের অংশগ্রহণ, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নেতৃত্ব বিকাশ ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


দীর্ঘদিনের নেতৃত্বে শূন্যতা ও আস্থাহীনতা
অনুষ্ঠানে শিক্ষার্থীরা দীর্ঘ ২৭ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সৃষ্ট প্রতিনিধিত্বের শূন্যতা তুলে ধরেন। কৃষি অনুষদের শিক্ষার্থী সানাউল্লাহ বলেন, ‘বিগত সাতাশ বছর ধরে ছাত্রদের পক্ষে প্রতিনিধিত্বমূলক কথা বলবে, এরকম কোনো নেতৃত্ব আমরা এখন খুঁজে পাইনি। এ পদে যারা এসেছে, তারা সরকারের লেজুড়ভিত্তিক রাজনীতির মাধ্যমে এসেছে।’

তিনি আরও বলেন, এই ধরনের নিয়ন্ত্রিত নেতৃত্বের কারণে ক্যাম্পাসের বা সারা দেশের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায় না। তিনি জোরালোভাবে বাকসু নির্বাচনের দাবি জানান, কারণ এটি ছাড়া কোনো শিক্ষার্থীই সুরক্ষিত থাকে না।

সুবিধা না পেয়েও ফি প্রদান, লিগ্যাল প্ল্যাটফর্মের অভাব
পশু পালন অনুষদের শিক্ষার্থী শিবলী সাদি অভিযোগ করেন যে, শিক্ষার্থীরা সেমিস্টার ফর্ম ফিলাপ ফি প্রদানের সময় বাস কার্ড ফি, ছাত্র সংসদ ফি ও ওয়াইফাই বিল পরিশোধ করলেও এর কার্যকর সুবিধা পাচ্ছে না।

তিনি আরও বলেন, এই সমস্যাগুলো সমাধানের জন্য শিক্ষার্থীদের কোনো লিগ্যাল প্ল্যাটফর্ম নেই, যা বাকসু নিশ্চিত করতে পারে। শিবলী সাদি প্রশাসনকে কেবল স্মারকলিপি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


বিজ্ঞাপন


নারী শিক্ষার্থীদের নিরাপত্তা বড় উদ্বেগ
নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী জাবিন তাসনিম। তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।’

তিনি জানান, বিভিন্ন আন্দোলন ও দাবির পরও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এবং অপরাধীদের বিচার প্রক্রিয়া ধীরগতির। সঠিক প্রতিনিধি না থাকায় হয়রানির শিকার অনেক শিক্ষার্থী ন্যায়বিচার পায় না, বরং আরও হয়রানির মুখে পড়ে। জাবিন তাসনিমের মতে, ছাত্র সংসদ বা বাকসু থাকলে এসব সমস্যা সহজে সমাধান করা যেত, তাই এটি অত্যন্ত প্রয়োজনীয়।

গণতান্ত্রিক চর্চা জোরদার হবে: আহ্বায়ক
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী ইউনূস বিন হোসাইন খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সমাপনী বক্তব্যে আহ্বায়ক ও পশু পুষ্টি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু নাসের ত্বোহা বলেন, ‘শিক্ষার্থীদের এ মতবিনিময় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা জোরদার করবে এবং আগামী বাকসু নির্বাচনের পথ আরও সুগম করবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর