রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলন উপলক্ষে টাঙ্গাইলে লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম

শেয়ার করুন:

গণসংহতি আন্দোলনের জাতীয় সম্মেলন উপলক্ষে টাঙ্গাইলে লিফলেট বিতরণ
ণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ

রাজধানীর ঢাকায় আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর তিন দিনব্যাপি গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন উপলক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা-প্রচারণা চালাচ্ছে টাঙ্গাইল জেলা শাখা গণসংহতি আন্দোলন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সংগঠক ফাতেমা রহমান বীথি।

বুধবার (২৯ অক্টোবর) রাতে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার বিভিন্ন দোকানপাট, পথচারী, চা-স্টল ও অটোরিকশা শ্রমিকদের মাঝে এই প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি জানান, জোনায়েদ সাকির নির্দেশে তাদের এই লিফলেট বিতরণ ও সম্মেলনকে সফল করতে প্রচারণা চালাচ্ছেন। তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন, গালা ইউনিয়নের সংগঠক সুমন খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলার দপ্তর সম্পাদক প্রেমা সরকার, সদস্য শিশির, সিয়াম সরকার,পারভেজ প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর