সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা

জেলা প্রতিনিধি, সাভার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই কর্তৃপক্ষের পাল্টাপাল্টি মামলা করেছে। 

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এর আগে, গতকাল রাতে বিশ্ববিদ্যালগুলোরর পক্ষে পৃথকভাবে থানায় অভিযোগ জমা দেয়া হয়।

এসময় ড্যাফোডিলের পক্ষে সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আফতাব উদ্দিন আহম্মেদ খান মামলায় অভিযোগ করেছেন—হামলা, মারধর, হোস্টেল সম্পত্তি ভেঙচুর, ছাত্রদের বন্দী রাখা এবং অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক বক্তব্য করানোসহ মোটামুটি ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

অন্যদিকে সিটি ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার প্রফেসর মীর আকতার হোসেন একটি পৃথক অভিযোগে ফাহাদ নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে প্রায় ১,০০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছেন; অভিযোগে দুষ্কৃতিকাণ্ড, ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের উল্লেখ আছে।  

এ ব্যপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, দুটি মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর