রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ অন্য কিছু মানবে না: মামুনুল হক

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:০৬ পিএম

শেয়ার করুন:

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ অন্য কিছু মানবে না: মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জনগণ অন্য কিছু মানবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সংগঠনের গাজীপুর মহানগর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


মামুনুল হক বলেন, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলাদেশের মানুষ অন্য কিছু মানবে না। আগামী নভেম্বরের মধ্যে গণভোট বাস্তবায়ন করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে হবে। এরপরে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় এনে বিচার দৃশ্যমান করতে হবে। এরপর ফেব্রুয়ারি মাসের শুরুতে নির্বাচনের কথা চিন্তা করতে হবে।

আরও পড়ুন

একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী

গাজীপুর মহানগর খেলাফত মজলিশের সভাপতি মুফতি উমর ফারুক আল মাদানির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খেলাফত মজলিশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর