শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছাগলনাইয়ায় পিস্তল রানাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

ছাগলনাইয়ায় পিস্তল রানাসহ গ্রেফতার ৩

ফেনীর ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাসুদ রানা ওরফে পিস্তল রানাসহ তিনজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

রোববার (২৬ অক্টোবর) দিবাগতে এ অভিযানে অত্যাধুনিক বিদেশি অস্ত্র, ভারতীয় শাড়ি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার পিস্তল মাসুদ ছাগলনাইয়া উপজেলার পূর্ব মধুগ্রাম এলাকার জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বর্তমানে ৮টি মামলা রয়েছে।  এছাড়াও অভিযানে অন্য গ্রেপ্তার হওয়া আসামীরা হচ্ছেন, ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের আমান উল্লাহর ছেলে মো. জাহিদ, পূর্ব ছাগলনাইয়া গ্রামের বাসারের ছেলে মো. সাইফুল।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়ার সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালানো। এসময় পূর্ব রাধানগর থেকে রানা, জাহিদ ও সাইফুল নামের ৩ জনকে আটক করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১টি হেন্ডকাপ, ৩৫ পিস ইয়াবা, ১১০পিস ভারতীয় শাড়ি ও ১০০পিস ভারতীয় পোষাক উদ্ধার করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ আবুল বাশার বলেন, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃতদের মাঝে মাসুদ রানার নামে মাদক, চোরাচালান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ ৮টি মামলা রয়েছে। পরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর