চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মানিককে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ এর ইউপি-১ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারকে জারি করা পরিপত্রের আলোকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে তাকে অপসারণ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাকসুদ আলমকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, তিনি পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত হয়েছিলেন যার বিরুদ্ধে আদালতে রিট চলমান ছিল। এছাড়া তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
বিজ্ঞাপন
তিনি উপজেলা পরিষদের পাঁচটি সভায় পর পর অনুপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের সেবা চলমান রাখতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে তাকে অপসারণ করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রশাসকের দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ও যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মানিক ওই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পর পর দুইবার নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রতিনিধি/এসএস

