পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার শিমুলতলা, আফরাবাদ ও ছাইকোলা বাজারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
বিজ্ঞাপন
তিনি জানান, শিমুলতলা বাজারে মেসার্স আমির হামজা ট্রেডার্সকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৫ হাজার, সাব্বির ফার্মেসীকে ৩৭, ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা, আফরাবাদ বাজারে মেসার্স বাদশা অয়েল মিলকে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা, আজাদ এগ্রো ফুডকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, ছাইকোলা বাজারে মেসার্স মারজিয়ে ভেটেনারীকে ৪৫ ধারায় ২ হাজার টাকা, শাপলা ভেটেনারীকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং ছোয়াব ট্রেডার্সকে ৪৫ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিমসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিনিধি/ এজে

