রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:০০ এএম

শেয়ার করুন:

বাকসু ভবনকে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ঘোষণা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ভবনে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার টানিয়ে দিয়েছেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

রোববার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাকসু ভবনে এই ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, আমিসহ আমার বন্ধুরা মিলে এই ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ পোস্টারটি লাগিয়েছি।

এসময় পোস্টারটি লাগানোর কারণ জিজ্ঞেস করা হলে রুপায়ন বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করতে পারা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আমরা চাই ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক।


বিজ্ঞাপন


রুপায়ন আরও বলেন, বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে। দলীয় সরকারের প্রশাসন সারা বাংলাদেশে ছাত্র সংসদ তথা বাকসু নির্বাচন দেয় নাই। কারণ তারা ছাত্রদের এক্টিভিটিসকে ভয় পায়। কারণ তারা এতে মনে করে তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। সর্বশেষ ১৯৯৮ সালে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর