জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থী আফসানা করিম রাচি’র স্মৃতি স্মরণে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট থেকে শহিদ মিনার পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে।
রোববার ( ২৬ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে এ সড়কের নাম ফলক উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ক্ষতিপূরণের জন্য সব প্রস্তাব প্রত্যাখান করে মানবিকতার অসাধারণ উদাহরণ সৃষ্টি করেছে আফসানা করিম রাচি’র পরিবার এবং তাদের একমাত্র দাবি ছিলো যাতে আর এ রকমভাবে কোনো প্রাণ ঝরে না যায়। সন্তানের অভিভাবক হওয়ার বিশাল যোগ্যতার নজিরবিহীন উদাহরণ রাচি’র বাবা-মা।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাচি’র বাবা-মা’র প্রতি সম্মান জানাচ্ছে। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নিয়ন্ত্রণ ও নিয়ম-নীতির মধ্য দিয়ে অটোরিকশা চালু করার ব্যাপারেও সম্মতির কথা জানিয়েছে রাচি’র পরিবার। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান উপাচার্য।
ফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, আফসানা করিম রাচি’র বাবা-মা, জাকসু'র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমানসহ জাকসু’র অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থী ও রাচি’র পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আফসানা করিম রাচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। রাচি গতবছর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে অটোরিকশার ধাক্কায় নিহত হন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

