শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নদী বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৫ পিএম

শেয়ার করুন:

নদী বাঁচাতে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ পরিবেশ উপদেষ্টার

সেন্টমার্টিন দখলকারীদের বিরুদ্ধে সরকার যেমন কঠোর পদক্ষেপ নিয়েছে, তেমনি পলিথিনের বিরুদ্ধেও চলছে অভিযান। আর নদী বাঁচাতে শিগগিরই বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলা ‘নামের একটি আয়োজনের অংশ হিসেবে উপদেষ্টা ওই নদী ও সেখানকার ধাগার চর পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


নদী দূষণ সম্পর্কে উপদেষ্টা বলেন, ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের চারটি নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এ সময় পরিবেশ দূষণ রোধে সরকারের পাশাপাশি দেশবাসীকেও সহায়তা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদফতরের পরিচালক সোলায়মান হায়দার, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বেরুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেনসহ আরও অনেকে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর