বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাধারণ ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-২ আসনের স্থানীয় ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ পরিচালনা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন যানবাহনচালক, পথচারী ও ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বক্তব্য রাখেন মিজানুর রহমান সিনহা।
লিফলেট বিতরণের সময় তিনি বলেন, ‘তারুণ্যনির্ভর আগামীর নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে বালিগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে, ভেদাভেদ ভুলে, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে দলীয় স্বার্থে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ধীপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাকলাদার অপু, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রতিনিধি/একেবি

