নাগরিক ঐক্যের সভাপতি এবং চাকসুর সাবেক জিএস ও ডাকসুর দুইবারের ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুইবার ভিপি নির্বাচিত হয়েছিলাম। কিন্তু একদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করিনি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট। আমার যে বেড়ে ওঠা, গড়ে ওঠা, রাজনৈতিকভাবে বলেন আর সাহিত্যগতভাবে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই।’
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না।
বিজ্ঞাপন
১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরও বলেন, ‘৬৮ সালে যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছি, তখন সবমিলিয়ে বিশ্ববিদ্যালয়ে ৮১ জন ছাত্র ছিল। চারটা বিভাগে অনার্স ছিল।’
আরও পড়ুন—
উল্লেখ্য, দীর্ঘ ৩৬ বছরের বিরতির পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। পাশাপাশি ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের শপথবাক্য পাঠ করান স্ব স্ব হলের প্রভোস্ট ও হোস্টেল ওয়ার্ডেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

