রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাকৃবিতে ১৫তম হল হিসেবে যাত্রা করল ‘বেগম খালেদা জিয়া হল’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

বাকৃবিতে ১৫তম হল হিসেবে যাত্রা করল ‘বেগম খালেদা জিয়া হল’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রীদের আবাসন সংকট দূর করতে নবনির্মিত ‘বেগম খালেদা জিয়া হল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১৫তম আবাসিক হল হিসেবে যাত্রা শুরু করল এই নতুন ভবনটি।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হলটির নামফলক উন্মোচন করেন ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, প্রভোস্ট পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঁইয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন।

অনুষ্ঠানে বিভিন্ন হলের হাউস টিউটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নতুন হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১০ তলা বিশিষ্ট হলটির একটি ব্লকের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ৪৪টি কক্ষে ৩৭৫ জন ছাত্রীকে আবাসনের সুযোগ দেওয়া হয়েছে। নির্মাণকাজ সম্পূর্ণ হলে প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এই হলে থাকার সুযোগ পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘আজকের এই দিন বাকৃবির ইতিহাসে স্মরণীয় একটি দিন, কারণ 'বেগম খালেদা জিয়া হল' এমন একজন মহীয়সী নারীর নামে নামকরণ করা হয়েছে, যিনি ঐক্যের প্রতীক এবং সত্যিকার অর্থে একজন অনুসরণীয় ও অনুকরণীয় ব্যক্তিত্ব। আমরা সবাই কায়মনোবাক্যে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আশা করি, বাংলাদেশের ঘরে ঘরে তাঁর মতো মহীয়সী নারীর জন্ম হোক।’


বিজ্ঞাপন


তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ‘বেগম খালেদা জিয়া হল’-এর শিক্ষার্থীরা মেধা ও মননশীলতায় অনন্য নজির স্থাপন করবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর