শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারী ভোটারদের সচেতনতায় মুন্সিগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ 
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

lift let
নারী ভোটারদের মাঝে লিফলেট বিতরণের ছবিটি সোমবার দুপুরে তোলা: ছবি ঢাকা মেইল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং স্থানীয় নারী ভোটারদের মাঝে বিএনপির পক্ষে জনমত গড়ে তুলতে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

৩১ দফার মধ্যে ২৪ দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ নারীদের জন্য ঘোষিত ছয়টি অঙ্গীকার জনগণের মাঝে তুলে ধরতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন


বিএনপির অন্যতম সামাজিক সংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সোমবার দিনব্যাপী স্থানীয় নারী ভোটার ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি সোনিয়া হাবিব লাবনীর নেতৃত্বে সোমবার বেলা দেড়টা থেকে মুন্সিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নারী ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর লিফলেট বিতরণ করা হয়।

এ সময় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে বিএনপির গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

trr


বিজ্ঞাপন


লিফলেট বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা মো. আরিফ উল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ বেগম হীরা সহ আরও অনেকে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর