শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশের নির্বাচনের আকাশের কালো মেঘ কেটে গেছে: ডা.আসাদুজ্জামান রিপন

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

শেয়ার করুন:

দেশের নির্বাচনের আকাশের কালো মেঘ কেটে গেছে: ডা.আসাদুজ্জামান রিপন

দেশের সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়েছে, নির্বাচনের আকাশের কালো মেঘ কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা.আসাদুজ্জামান রিপন।

রোববার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায়,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বিএনপির পক্ষে জনমত গড়ে তোলার পাশাপাশি,মুন্সিগঞ্জ-২ আসনের স্থানীয় সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রমুখী করার আহ্বান জানিয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসংযোগ করা হয়।


বিজ্ঞাপন


ডা.আসাদুজ্জামান রিপন বলেন, দেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যদি বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠবে।

আরও পড়ুন: পিরোজপুরে ৭টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

‘তারুণ্য নির্ভর’ আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির দীর্ঘদিনের ত্যাগি নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে দলীয় স্বার্থেকাজ করার অনুরোধ জানান। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে,বক্তব্য রাখেন ডা.আসাদুজ্জামান রিপন।


বিজ্ঞাপন


এ সময় স্থানীয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর