হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ফুচকা জব্দ করেছে। যার মূল্য প্রায় দুই লাখ সত্তর হাজার টাকা।
শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করবে। ওই সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল চা বাগান এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সন্ধ্যায় টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
এছাড়াও মধ্যরাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল টিলাগাঁও নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানগুলো এই দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।
জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে যথাক্রমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং কাস্টমস অফিস শ্রীমঙ্গল হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

