শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

পুরান ঢাকায় বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী রাকিব মিয়া (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলডাঙ্গা এলাকার সাজ্জাদের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রাকিব মিয়া পলাশবাড়ী উপজেলার আসমতপুর মাঠের পাড় (বিলেরপাড়) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, রাকিব মোটরসাইকেল চালিয়ে দাওয়াতে যোগ দিতে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতিতে আসা গাইবান্ধাগামি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টিভিএস মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর