চট্টগ্রামে অগ্নিকাণ্ডের শিকার কারখানাটি এখনো দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট প্রায় ৬ ঘণ্টার চেষ্টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি আগুন। ফলে নয়তলা ওই ভবনটি ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে সরকারি বাহিনীটি।
ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নয়তলা ওই ভবনটির ৮ তলায় প্রথমে আগুন লাগে। এরপর তা ৬ ও ৭ তলায় ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী এবং নৌবাহিনীও।
চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. জাহাংগীর বলেছেন, ‘আগুন ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। আগুনে জ্বলতে জ্বলতে ভবনটি ধসে পড়ার উপক্রম হয়েছে। ভেতরে কেউ আটকে পড়ার খবর পাইনি।’
বিজ্ঞাপন
মুজিবুল হক নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘আশেপাশের রিজার্ভ ট্যাংক থেকে পানি সংগ্রহ করে ছিটাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। তাতে খুব বেশি কাজ হচ্ছে না। আশেপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।’
অগ্নিকাণ্ডের শিকার ওই ভবনটি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত। ভবনটিতে দুটি কারখানা রয়েছে। একটি তোয়ালে এবং আরেকটি মেডিকেলের সামগ্রী তৈরি হয়, যেটির নাম অ্যাডামস ক্যাপ।
এর আগে বিকেলে আগুন নিয়ন্ত্রণের ফাঁকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আগুন লাগা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছেন তারা। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হয়ে যান।
তিনি বলেন, ‘আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন, সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।’
তিনি আরও জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে দুই মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১ কিলোমিটার।
এদিকে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামির হোসেন বলেছেন, ‘ইপিজেডের ভেতরে একটি কারখানায় আগুন লেগেছে। সেখানে তোয়ালে ও মেডিকেল সামগ্রী তৈরি হতো। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিস্তারিত পরে জানানো যাবে।’
এএইচ

