শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেনীর নতুন ডিসি মনিরা হক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

ফেনীর নতুন ডিসি মনিরা হক

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রাম জেলা প্রশাসক পদে বদলির আদেশ দেওয়া হয়েছে। একই আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মনিরা হককে ফেনী জেলা প্রশাসক পদে পদায়নের আদেশ জাবি করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞাপন


একই আদেশে বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ‘বিএনপি সরকার গঠন করলে ১ কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে’

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, ফেনী জেলা প্রশাসক পদে আদেশপ্রাপ্ত মনিরা হক ২০১৬ সালে পরশুরাম উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন। সম্প্রতি ২১ সেপ্টেম্বর তাকে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। ২৭তম বিসিএস ব্যাচে কর্মজীবনে যোগদানকারী এ কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (উন্নয়ন-৩) থেকে ফেনী জেলা প্রশাসক পদে যোগদান করার কথা রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর