চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাস’ কেন্দ্রের ফল জানা গেছে। এতে এগিয়ে রয়েছেন ছাত্রদল প্যানেলের প্রার্থীরা। এই সংসদে মোট ১৫৪টি ভোটের মধ্যে ১২৪টি ভোট কাস্ট হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের তথ্য মতে, শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে খন্দকার মাশরুর আল ফাহিম ৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আল মোসাদ্দেক জামান নিউ শাহ্ পেয়েছেন ৪৬ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আফসার সরকার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মাত্র তিন ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন মেহেদী হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক (জিএসএস) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নূর ইকবাল সানি।
খেলাধুলা, ক্রীড়া ও ক্যান্টিন সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সুকুমার রায়। তার নিকট প্রতিদ্বন্দ্বী তরিকুল ইসলাম মাহী পেয়েছেন ৪৬ ভোট। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মো. ফরহাদ হোসেন সুমন ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিবুল হাসান রূপক পেয়েছেন ৪৩ ভোট।
দফতর সম্পাদক পদে ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আশিক বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাগর রায় পেয়েছেন ৫৪ ভোট। স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক পদে জামিল হোসেন ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী প্রিন্স পেয়েছেন ৪৫ ভোট।
বিজ্ঞাপন
সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তুষার দে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইদুল ইসলাম সজীব পেয়েছেন ৫৭ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুল ইসলাম মিনহাজ ও মো. আবু বকর ছিদ্দিক।
প্রতিনিধি/ এজে

