শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি তারেক রহমান: শিরিন আইভি

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

দায়িত্বশীল নেতৃত্বের প্রতিচ্ছবি তারেক রহমান: শিরিন আইভি
ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমান। ইনসাইডে মাহবুবুর রহমান শামীম ও তার পত্নী শিরিন আক্তার আইভি।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার ঘিরে দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক শালীনতা, যুক্তিভিত্তিক উপস্থাপন ও দায়িত্বশীল বক্তব্যে তিনি যেমন অভিজ্ঞতা ও প্রজ্ঞার ছাপ রেখেছেন, তেমনি প্রশংসা কুড়িয়েছেন দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও।

এ প্রেক্ষাপটে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি পদপ্রার্থী মাহবুবুর রহমান শামীম-এর পত্নী শিরিন আক্তার আইভি ‘ঢাকা মেইল’-এ পাঠানো এক বার্তায় বলেন, ‘এই সাক্ষাৎকারে তারেক রহমান দায়িত্বশীল নেতৃত্বের নতুন প্রতিচ্ছবি তুলে ধরেছেন।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন ‘জনাব তারেক রহমানের কণ্ঠে সংযম, বাচনভঙ্গিতে আত্মবিশ্বাস এবং কথার গভীরে ছিল রাজনৈতিক প্রজ্ঞা ও পরিপক্বতার এক অপূর্ব সমন্বয়। পুরো সাক্ষাৎকারটি যেন রাজনীতির এক নতুন ভাষা যেখানে নেই প্রতিহিংসা, উত্তেজনা কিংবা কটাক্ষ। বরং ছিল শান্ত যুক্তি, অভিজ্ঞতা, সংবেদনশীলতা ও আত্মবিশ্লেষণ। আজকের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতায় এটি এক ব্যতিক্রম উদাহরণ।’

একজন সাহিত্যপ্রেমী হিসেবে শিরিন আক্তার আইভি মনে করেন, ‘এই সাক্ষাৎকার ছিল যেন রাজনীতির ভাষায় সাহিত্যের স্পর্শ। প্রতিটি বাক্যে ছিল স্মৃতিচারণ, দূর প্রবাসের বেদনা, প্রিয়জন হারানোর যন্ত্রণার নিঃশব্দ প্রকাশ। যেমন একজন কবি নিজের কষ্টকে রূপ দেন শব্দে, তেমনি তারেক রহমান নিজেকে তুলে ধরেছেন পরিশীলিত, সংযত ভাষায়।’

শিরিন আক্তার আইভি বলেন, তরুণ প্রজন্মের কাছে এখন রাজনীতির চেহারা বদলাচ্ছে।

‘উচ্চকণ্ঠ বা উগ্র আচরণ নয়, বরং সংযম ও দূরদৃষ্টিই এখন নেতৃত্বের মূল শক্তি। তারেক রহমান দেখিয়েছেন, কিভাবে পরিণত মননের প্রকাশ ঘটে বিনয়ের সঙ্গে।’ বিএনপি নেত্রীর মতে, তারেক রহমানের বক্তব্য শুধু আবেগনির্ভর নয়, বরং ছিল তথ্যভিত্তিক ও যুক্তিসম্মত।


বিজ্ঞাপন


‘জুলাই বিপ্লবের কৃতিত্ব তিনি জনগণকে দিয়েছেন এটিই প্রকৃত নেতৃত্বের পরিচায়ক। ডাকসু নির্বাচন, চাঁদাবাজি বা পুলিশের ব্যর্থতা সব বিষয়ে তাঁর মন্তব্য ছিল পরিমিত, তীক্ষ্ণ ও গণতান্ত্রিক চেতনায় পরিপূর্ণ।’

আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রসঙ্গেও তারেক রহমান যে ভিন্নমাত্রা দিয়েছেন, তা নিয়েও আইভি বলেন ‘ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে তাঁর মন্তব্য ‘আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে’ মনে দাগ কেটেছে। আবার যখন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’, তখন তা শুধু একটি কূটনৈতিক অবস্থান নয়, বরং একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের প্রতিশ্রুতি।”

শিরিন আক্তার আইভি মনে করেন, এই সাক্ষাৎকারে নেতৃত্ব, নৈতিকতা, প্রজ্ঞা, মানবিকতা সবকিছুর এক পরিশুদ্ধ সমন্বয় উঠে এসেছে।

‘যদি এমন সংযত, দূরদর্শী নেতৃত্ব ভবিষ্যতের রাষ্ট্র পরিচালনায় আসে, তবে বাংলাদেশ পাবে মানবিক ও কল্যাণমুখী উন্নয়নের এক নতুন দিগন্ত।’

প্রতিনিধি/একেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর