সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জামায়াতের স্মারকলিপি

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জামায়াতের স্মারকলিপি

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও ‘২৪ জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে বান্দরবান জেলা বাংলাদেশ জামায়াত ইসলামি।

রোববার (১২ অক্টোবর) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।


বিজ্ঞাপন


স্মারকলিপি প্রদান ও প্রস্তাবিত দাবির পূর্ব বক্তব্যে জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস ছালাম আজাদ বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তারা দেশের মাটিতে রাজনীতি চালাতে পারবে না।

তিনি বললেন, এরা রাজনৈতিক দল নয়, তারা বিদেশি প্রভুদের দালাল। এই দালালদের দেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। যদি তাদের নিষিদ্ধ না করা হয়, দেশের জনগণ আবার ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে।

জেলা জামায়াতের আমির আরও দাবি করেন যে, ২৪ জুলাই আন্দোলন কেবল একটি আন্দোলন ছিল না, এটি ছিল গণমানুষের স্বতস্ফুর্ত বিপ্লব। যদি ২৪ জুলাইয়ের সনদ বাস্তবায়ন না করা হয়, দেশ আবারও অন্ধকারের দিকে ফিরবে। আমাদের সন্তানদের রক্ত ও শহীদ আত্মার সঙ্গে কোনও প্রকার দোষ বা জুলুম করতে পারি না। যারা এই জঘন্য কাজের সহযোগী ছিল, তাদের বিচারের আওতায় আনতে হবে—তাদের রেহাই নেই বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টার বরাবরে জমা দেওয়া স্মারকলিপিতে উল্লেখিত পাঁচ দফা দাবিসমূহ হলো —

১. ২৪ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে অনুপাতভিত্তিক (পিআর) প্রক্রিয়া চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য সমান লেভেল-অফ-প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে  জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমির মাওলানা আবদুস ছালাম আজাদ, জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, অ্যাডভোকেট মো. আবুল কালাম, মো. সোলাইমান, মো. শাহনেওয়াজ এবং সাবেক কাউন্সিলর মো. আলি প্রমুখ।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর