প্রেমের বিয়ের মাত্র তিন মাসের মাথায় লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের আল মাদানী সড়ক এলাকার একটি বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানিয়েছে, কাউনিয়া ব্রাঞ্চ রোডের বাসিন্দা মো. বেলায়েত খানের মেয়ে বর্ষা এবং আল মাদানী সড়কের শাহীনের ছেলে সিয়াম প্রেমের সম্পর্কের মাধ্যমে গত তিন মাস আগে বিয়ে করেন। বিয়ের পর প্রায়শই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
নিহত গৃহবধূর পিতা বেলায়েত খান জানান, ‘বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করত শ্বশুরবাড়ির লোকজন। ঘটনার রাতে মেয়ের অসুস্থতার খবর শুনে এসে দেখি বর্ষা মৃত অবস্থায় খাটে পড়ে আছে।’
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ‘শ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ঘটনার পর থেকেই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।’
প্রতিনিধি/একেবি

