বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মীমকে (১৯) বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ অক্টোবর) মাগরিব থেকে এশার মধ্যবর্তী যেকোনো সময়ে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মঙ্গল বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ সময় ঘর থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ঘাতকরা।

নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী এবং মীম তাদের সন্তান। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারের একজন বড় ব্যবসায়ী। বাড়ির পুরুষ সদস্যরা সবাই বাজারে ছিলেন। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। এরপর তারা বাসা থেকে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে মেঝেতে তাঁদের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

ফারুক হোসেন নামে এক ব্যক্তি জানান, মা-মেয়েকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাটি খুব ভয়াবহ। ওই বাড়িতে বিপুলসংখ্যক পুলিশ ও আশপাশের লোকজন জড়ো হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা।’

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর